স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ক্লাস রুমে ঢুকে উচ্ছৃঙ্খল আচরণ করা সেই যুবককে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। তার নাম জুবায়ের এলাহী। সোমবার কিশোরগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালি থানার ওসি এনামুল হাসান বলেন, গ্রেফতারকৃত যুবকের ভাষ্য– এক তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। ওই তরুণী মেডিকেল কলেজে পড়ছেন। প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকে অসংলগ্ন আচরণ করছেন তিনি। গ্রেফতার যুবকও একটি বেসরকারি প্রতিষ্ঠানে পড়ছেন। কখনো ঢাকায় কখনো আবার কিশোরগঞ্জে গ্রামের বাড়ি থাকেন।
কোতয়ালি থানা পুলিশ জানায়–রোববার সকালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের একাডেমিক বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় ১ নম্বর গ্যালারিতে এক যুবক লাঠি হাতে প্রবেশ করেন। তিনি লাঠি হাতে গ্যালারিতে উচ্ছৃঙ্খল আচরণ ও চিৎকার চেঁচামেচি শুরু করেন। এই সময় গ্যালারিতে বেশ কয়েকজন ছাত্র-ছাত্রী ছিলেন। তারা ভয়ে গ্যালারি থেকে বের হয়ে যায়। ওই যুবক উদভ্রান্তের মতো এদিক ওদিক ছোটাছুটি করে মেডিকেল কলেজ ত্যাগ করে। এই তথ্য পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং প্রাথমিক অনুসন্ধান করে। এরপর ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে যুবককে শনাক্তের পর গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় নিয়মিত মামলা হয়েছে।
মঙ্গলবার ডিএমপির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভিডিও ফুটেজটি ছড়িয়ে পড়লে তা নিয়ে নানারকম বিভ্রান্তি ও গুজব ছড়ানো হচ্ছে। ঘটনাটি নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছে ডিএমপি। গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আদালতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :