ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫

মোহাম্মদপুরে দিনের বেলায় অস্ত্রের মুখে ১২ লাখ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৪, ০৬:০৮ পিএম

মোহাম্মদপুরে দিনের বেলায় অস্ত্রের মুখে ১২ লাখ টাকা ছিনতাই

ছবি: বর্তমান বাংলাদেশ।

রাজধানীর মোহাম্মদপুরে প্রকাশ্য দিবালোকে একটি বেসরকারি প্রতিষ্ঠানের গাড়ি থামিয়ে দেশীয় অস্ত্রের মুখে নগদ ১১ লাখ ৮৫ হাজার টাকা ও ১৭ হাজার টাকার একটি চেক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

রোববার সকাল ১০ টার দিকে মোহাম্মদপুর হাউজিং লিমিটেড এলাকার সড়কে ‘নেসলে’ কোম্পানির একটি কাভার্ডভ্যান থেকে এই টাকা লুট করে পালিয়ে যায় ছয় ছিনতাইকারী।

ঘটনার সময় চালকের সঙ্গে ওই গাড়িতে ছিলেন নেসলের মোহাম্মদপুর এলাকার হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি বলেন, আমরা সকাল ৯ টা ৪০ মিনিটের দিকে অফিস থেকে টাকা নিয়ে বের হই ব্যাংকে জমা দেওয়ার জন্য। আমরা যখন মোহাম্মদপুর হাউসিং লিমিটেড এলাকায় পৌঁছাই তখন রাস্তা ভাঙ্গার কারণে এবং রিক্সার যানজটের কারণে আমাদের গাড়িটি কিছুটা ধীর গতিতে চলতে থাকে।

এরমধ্যে সকাল ৯ টা ৫০ মিনিটের দিকে পেছন থেকে একটি মোটরসাইকেলে তিনজন এসে আমাদের গাড়ির সামনে পড়ে যায়। তখনই আরেকটি মোরটসাইকেলে তিনজন আসেলে ছয়জন মিলে চাপাতি, বড় রামদা আর ছুরি বের করে প্রথমে গাড়ির লুকিং গ্লাস ভাঙচুর করে।

তিনি আরও বলেন, একপর্যায়ে চাপাতির উল্টা পিঠ দিয়ে গাড়িতে এলোপাথারি আঘাত করতে থাকলে আমার হাতও জখম হয়। আমি কাত হয়ে গেলে আমার পকেটের টাকা, অফিসের টাকাসহ ব্যাগ নিয়ে মোটরসাইকেলযোগে চলে যায়।

ব্যাগে অফিসের ১১ লাখ ৮৫ হাজার ৮০ টাকা ও একটি ১৭ হাজার টাকার চেক ছিল বলেও জানান তিনি।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. হাফিজুর রহমান বলেন, নেসলে কোম্পানির একটি গাড়িতে করে টাকা নিয়ে ব্যাংকে যাওয়ার সময় এই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গাড়ি থামিয়ে এই ছিনতাইয়ের ঘটনা শোনার পর আমরা ঘটনাস্থলে একটি টিম পাঠিয়েছি। তারা আশে-পাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ অন্যান্য কাজ করছেন।

এই ঘটনায় এখনও প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়নি, বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

 

বর্তমান বাংলাদেশ

Link copied!