ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫

রাজধানীর খিলক্ষেত থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৫, ১২:৫৮ পিএম

রাজধানীর খিলক্ষেত থেকে   যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ছবি-বর্তমান বাংলাদেশ।

রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে মোঃ দবিরুল ইসলাম (৩২) নামের এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১।


সোমবার (১৯ জানুয়ারি) র‍্যাব-১ এর সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (অপস এন্ড মিডিয়া অফিসার) মোঃ মাহফুজুর রহমান এতথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে র‌্যাব-১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 
র‍্যাব জানায়, যশোর কোতয়ালী থানার একটি মামলায়তিনি যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামি ছিলেন। জানতে পারি, ডিএমপি ঢাকার খিলক্ষেত থানাধীন কুড়িল বিশ্বরোড এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ দবিরুল ইসলামকে গ্রেফতার করে।
আসামী  মোঃ দবিরুল ইসলাম (৩২)’কে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দিনাজপুর জেলার  বিরামপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

বর্তমান বাংলাদেশ

Link copied!