ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

প্রতারণায় ট্রাম্পের নাম ব্যবহার করা মিনহাজ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৫, ০৫:০৮ পিএম

প্রতারণায় ট্রাম্পের নাম ব্যবহার করা মিনহাজ গ্রেফতার

ছবি-বর্তমান বাংলাদেশ।

দেশের বিরুদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন আশরাফুজ্জামান মিনহাজ, যিনি মিনহাজ উদ্দিন নামে পরিচিত। ফেনী জেলার দাগনভূঁইয়া দরবার শরীফ ইউনিয়নের হারুন অর রশীদ ভূইয়ার ছেলে। সম্প্রতি আন্তর্জাতিক লবিস্ট হিসেবে নিজেকে বিভিন্ন মহলে পরিচিত করেছেন। বিচারপতি, সেনাপ্রধানসহ দেশের বড় পদগুলোতে কে কখন বসবেন তা তিনিই ঠিক করে দেন। ইতোমধ্যে তার বেশকয়েকটি প্রতারণামূলক অডিও ফাঁস হয়েছে।


ফাঁস হওয়া সেসব অডিওতে তাকে বলতে শোনা যায়, পতিত সরকারের প্রধান ফ্যাসিস্ট শেখ হাসিনা নিজেই মিনহাজকে ফোন করেছেন। কেঁদেছেন এবং ৩০ মিনিট কথা বলেছেন। বাংলাদেশকে অস্থির করাই ছিলো মূল লক্ষ। রাষ্ট্রপতিকে ভারত যাওয়ার পরামর্শ দিতে শোনা গেছে। শুধু তাই নয়, প্রয়াশ চালিয়েছেন-দেশের সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশ সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা।


প্রতারণায় মিনহাজ চেষ্টা করেছেন ব্যালান্স করতে। একদিকে শেখ হাসিনার সাথে তার সম্পর্ক, অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে তার ঘনিষ্ঠতা রয়েছে বলেও প্রমাণের চেষ্টা করেছেন।


ছাত্র-জনতার আন্দোলনে গঠিত অন্তর্বর্তিকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও নাকি ধর্না দিয়েছেন প্রতারক মিনহাজের কাছে। ফাঁদ থেকে বাদ যায়নি জামায়াতের আমিরও।


শুধু কি তাই !!  ডোনাল্ড ট্রাম্পের সাথে বিশেষ সম্পর্ক, জাস্টিন ট্রুডোর উপদেষ্টা আরো কত কি? সুবিধা অনুযায়ী কখনো নিজেকে পরিচয় দেন কানাডার ইয়র্ক ইউনিভার্সিটির পিএইচডি গবেষক। আবার কোথাও বলেন, তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটির অধ্যাপক। বর্তমানে নিজেকে অক্সফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক দাবি করেন। নিজেকে বিত্তবান পরিচয় দিয়ে সুইস ব্যাংকে ৫৫ মিলিয়ন ডলার গচ্ছিত আছে বলেও দাবি তার। তবে, যখনই এসব প্রতারণা প্রকাশ্যে এলো তখনই গা ঢাকা দিলেন আশরাফুজ্জামান মিনহাজ।  


এদিকে আশরাফুজ্জামান মিনহাজের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কোনো সখ্যতা নেই বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিনহাজের করা দাবি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। ‘মূলত, আশরাফুজ্জামান মিনহাজ একজন প্রতারক ও ধান্দাবাজ।


ভিন্ন ভিন্ন কায়দায় প্রতারণা করে অর্থ উপার্জন করে আসা আশরাফুজ্জামান মিনহাজকে রাতে শরীয়তপুরের নড়িয়া থেকে গ্রেপ্তার করে সেনাবাহিনীর একটি টিম। রাষ্ট্রদ্রোহী ও সন্ত্রাসী মামলা দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম ব্যবহার করে প্রতারণা করায় মিনহাজের বিরুদ্ধে আদালতে আরেকটি মামলা করা হয়েছে। ওই মামলায় শুনানি শেষে আদালত মামলাটি গ্রহণ করে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।


এ ছাড়া এই প্রতারক ও তার কথিত স্ত্রী পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জিনিয়া জিন্নাতের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতি, মামলা বাণিজ্য, হয়রানি, অবৈধ সম্পদ অর্জন ও পাচারের বিষয়ে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করা হয়েছে। এসব অপরাধে আমলা, পুলিশ, রাজনীতিবিদ ও বিচার বিভাগকে ব্যবহারের বিষয়েও অভিযোগে তুলে ধরা হয়েছে।

বর্তমান বাংলাদেশ

Link copied!