ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

মালিবাগ রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৪, ০৯:৫৩ পিএম

মালিবাগ রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

রাজধানীর শাহজাহানপুরের মালিবাগ রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর বয়স আনুমানিক ৫০ বছর। আজ বৃহস্পতিবার রাত পৌনে ৯টা নাগাদ অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।

হৃদয় নামের এক পথচারী জানান, রাত সোয়া ৮টার দিকে অজ্ঞাতনামা ওই ব্যক্তি মালিবাগ রেলক্রসিং পারাপারের সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানান ওই ব্যক্তি মারা গেছে‌।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, অজ্ঞাতনামা ওই ব্যক্তির মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। প্রযুক্তির সহায়তায় তাঁর নাম পরিচয় জানার চেষ্টা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে।

বর্তমান বাংলাদেশ

Link copied!