হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানযাত্রী বেশে ইয়াবা পরিবহনের সময় ৩ হাজার ৫৮৮ পিস ইয়াবাসহ মো. পলাশ (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
বুধবার ( ১৮ডিসেম্বর) বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন জানায়, গত ১৬ ডিসেম্বর সন্ধ্যার দিকে নভোএয়ারের ফ্লাইট নম্বর ভি কিউ ৯৩২ যোগে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পরিবহনের সময় গোপন সংবাদের ভিত্তিতে মো. পলাশকে আভ্যন্তরীণ টার্মিনাল এলাকা থেকে আটক করা হয়।
এপিবিএন পুলিশের দাবি, তাকে এএপি অফিসে নিয়ে আসা হলে সে পাকস্থলীতে সুকৌশলে ইয়াবা পরিবহন করছে বলে নিশ্চিত করে। এয়ারপোর্টে কর্তব্যরত চিকিৎসকের শরণাপন্ন হলে তার পেটে ডিম্বাকৃতির ৭৮ টি বস্তুর সন্ধান মেলে। পরবর্তীতে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নিয়ে ডাক্তারদের তত্ত্বাবধানে পরিবহনকারীর পায়ুপথ দিয়ে প্রাকৃতিক কার্যের মাধ্যমে কালো রংয়ের কসটেপ মোড়ানো অবস্থায় ৭৮ পোটলা ইয়াবা বের করা হয়। এগুলো খুলে মোট ৩ হাজার ৫৮৮ টি ইয়াবা পাওয়া যায়। মো. পলাশ দীর্ঘদিন ধরে মাদক বিক্রয় ও পরিবহনের সাথে যুক্ত বলে জানা যায়।
পুলিশ বলছে, এর পূর্বে এই বছরের ৮ নভেম্বর একই পন্থায় মাদক পরিবহন করতে গিয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশের হাতে ৩ হাজার ৮০ পিস ইয়াবাসহ আটক হয় জুয়েল মিয়া (৩৩) নামে আরেক মাদক ব্যবসায়ী।
এ ব্যাপারে জানতে চাইলে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার এডিশনাল ডিআইজি সিহাব কায়সার খান জানান "মাদক ব্যবসায়ীদের মধ্যে এয়ারপোর্ট ব্যবহার করে মাদক পরিবহনের অপচেষ্টা লক্ষ করা যাচ্ছে। আমরা এয়ারপোর্ট ব্যবহার করে যেকোন অপরাধ চেষ্টা রুখে দিতে কাজ করছি।"
আপনার মতামত লিখুন :