ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
মেডিকেল ভর্তি পরীক্ষা

ভুয়া প্রশ্নপত্র ফাঁসে জড়িত অভিযোগে গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৫, ০৭:২৭ পিএম

ভুয়া প্রশ্নপত্র ফাঁসে জড়িত অভিযোগে গ্রেপ্তার ১

ছবি: সংগৃহীত।

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসে জড়িত ও প্রতারণার অভিযোগে নাঈম নামের এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)।

গতকাল বুধবার রাতে ময়মনসিংহ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাতে ময়মনসিংহ থেকে নাজমুল এহসান নাঈম নামের একজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নাঈম জামালপুর সদর সরিষাবাড়ী এলাকার ভুরার বাড়ি গ্রামের জহুরুল ইসলামের ছেলে। নাঈম আনন্দমোহন কলেজের অনার্স গণিত বিভাগের প্রথম বর্ষের ছাত্র।

আগামীকাল শুক্রবার সকাল ১০ টায় ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজ সমূহে এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা একযোগে ১৮টি সরকারি মেডিকেল কলেজ ও ১টি ডেন্টাল কলেজসহ মোট ১৯টি কেন্দ্রের নির্ধারিত স্থানে অনুষ্ঠিত হবে।

ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ডিভিশন সূত্রে জানা যায়, ডিবির সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিম সাইবার মনিটরিংয়ের মাধ্যমে জানতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি আইডি থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নের একটি অংশ পোস্ট করে অর্থের বিনিময়ে অনুষ্ঠিতব্য মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহের জন্য প্রচারণা চালানো হচ্ছে। সেই পোস্টে দাবি করা হয় মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৪-২০২৫ এর প্রশ্ন তাদের হাতে রয়েছে। যারা টাকার বিনিময়ে সেই প্রশ্ন সংগ্রহ করতে ইচ্ছুক তাদেরকে দ্রুত ইনবক্সে যোগাযোগ করার জন্য বলা হয়। পোস্টে উল্লেখ করা হয় প্রশ্নের মূল্য হিসেবে ১২ হাজার টাকা প্রদান করতে হবে। যার মধ্যে অগ্রিম ৬০০০ টাকা দিতে হবে এবং পরীক্ষা শেষ হওয়ার পর বাকি ৬০০০ টাকা দিতে হবে। প্রশ্ন সংগ্রহের জন্য যোগাযোগের নিমিত্তে একটি হোয়াটসঅ্যাপ নম্বরও পোস্টে দেয়া হয়।

ডিবি সাইবার সূত্রে আরো জানা যায়, তথ্য প্রযুক্তির সহায়তায় ডিবির টিম দ্রুত এই ঘটনায় জড়িত প্রতারকের পরিচয় ও অবস্থান সম্বন্ধে নিশ্চিত হয়। পরবর্তী সময়ে আজ দুপুরে ময়মনসিংহ সদর এলাকা হতে প্রতারক নাজমুল এহসান নাঈমকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে আরো জানা যায়, গ্রেফতারকৃত নাঈম ময়মনসিংহের আনন্দমোহন কলেজের গনিত বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র। সে তার ফেসবুক পোস্টে  মেডিকেল ভর্তি পরীক্ষার যে প্রশ্নের অংশ দিয়েছে তা ভুয়া। সে প্রতারণার মাধ্যমে  আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য এ কাজটি করেছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

বর্তমান বাংলাদেশ

Link copied!