বাংলাদেশের প্রশিক্ষকদের জন্য একটি ঐতিহাসিক দিন! ট্রেইনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TRAINERS) এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো কাজী নেচার ক্যাম্প, গাজীপুরে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে। দিনব্যাপী লার্নিং গেমস ভিত্তিক ট্রেইনার্স ট্রেনিং ও রিট্রিট-এ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৫০ জন প্রশিক্ষক অংশগ্রহণ করেন। এই আয়োজন প্রশিক্ষণের নতুন নতুন কৌশল শেখার পাশাপাশি অংশগ্রহণকারীদের মধ্যে বন্ধন সুদৃঢ় করার এক অনন্য সুযোগ তৈরি করে।
ট্রেইনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TRAINERS) এর প্রতিষ্ঠাতা এবং নির্বাহী সহ-সভাপতি ইউসুফ ইফতি বলেন, “আমরা আন্তর্জাতিক মানের প্রশিক্ষক তৈরি, আয়ের নতুন পথ সৃষ্টিতে সহায়তা, প্রশিক্ষকদের জন্য একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি এবং ২০৩০ সালের মধ্যে ১০,০০০ প্রশিক্ষক তৈরির লক্ষ্যে কাজ করবো। এই উদ্যোগ দেশের পেশাগত এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
TRAINERS-এর সভাপতি কে এম হাসান রিপন বলেন, “আজকের এই অনুষ্ঠানটি শুধু শিক্ষামূলকই নয়, বরং উদ্বুদ্ধ করার মতো একটি মাইলফলক। এটি নেটওয়ার্কিং এবং দক্ষতা উন্নয়নের একটি চমৎকার সুযোগ তৈরি করেছে। আমরা দেশের সকল প্রশিক্ষকদের আমাদের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানাই।”
কাজী নেচার ক্যাম্পের সুযোগ-সুবিধা সম্পর্কে প্রশংসা করে TRAINERS-এর সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন আহমেদ বলেন, “বিভিন্ন স্থানে খোঁজ করার পর আমরা কাজী নেচার ক্যাম্পকে প্রশিক্ষণের জন্য সবচেয়ে উপযুক্ত স্থান হিসেবে পেয়েছি। এখানে ট্রি-টপ অ্যাক্টিভিটিস, বোটিং, কায়াকিং, টেন্ট, ফায়ার ক্যাম্প, প্রাকৃতিক সৌন্দর্য এবং স্থানীয় ঐতিহ্যবাহী খাবারসহ অসাধারণ সেবা রয়েছে। এটি প্রশিক্ষণের জন্য আদর্শ পরিবেশ।”
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শায়লা আশরাফ, সামিরা হক, আজিজ সেলিম, ইসরাত জাহান, সুমন, সাজেদা ইসলাম এবং ইকবাল আজকের কার্যক্রম নিয়ে তাঁদের উচ্ছ্বাস প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :