ঢাকা শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫

৩০০ ফিট সড়কে ট্রাক-সিএনজির সংঘর্ষ, নিহত ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ০৩:৩৯ পিএম

৩০০ ফিট সড়কে ট্রাক-সিএনজির সংঘর্ষ, নিহত ২

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুজন নিহত হয়েছেন৷ এ ঘটনায় আহত সিএনজি চালকসহ আরও তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে৷ ঘটনাস্থল থেকে ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে পূর্বাচলের ৩০০ ফিট সড়কে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বেলা ১২টার দিকে রাজধানীর কুড়িল বিশ্ব রোড থেকে যাত্রী নিয়ে পূর্বাচলের তিন’শ ফিট সড়ক হয়ে কাঞ্চন ব্রিজের দিকে যাচ্ছিল সিএনজি চালিক অটোরিকশাটি। এসময় পূর্বাচলের প্রবেশের মুখে দ্রুতগতির রেডিমিক্স বোঝায় ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে হলে ঘটনাস্থলেই আরোবি আক্তার ও খাইরুল ইসলাম নামে দুই যাত্রী নিহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহত দু’জনের মরদের উদ্ধারের করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ট্রাকের ফকরুল ইসলাম ও তার সহযোগী সাহেদুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায়। জব্দ করা হয় ট্রাক ও ক্ষতিগ্রস্ত সিএনজিটি। এ ঘটনায় মামলাসহ পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী।

বর্তমান বাংলাদেশ

Link copied!