ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

সুবিধাবঞ্চিত মানুষের মাঝে তিয়ানশির পণ্য ও ইফতার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৫, ০৮:৪২ পিএম

সুবিধাবঞ্চিত মানুষের মাঝে তিয়ানশির পণ্য ও ইফতার সামগ্রী বিতরণ

ছবি: সংগৃহীত

"ভালোবাসা ও সামাজিক দায়বদ্ধতা" থেকে দেশের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে বিশ্বখ্যাত চীনা কোম্পানি টিয়েন্স গ্রুপের অঙ্গ-প্রতিষ্ঠান তিয়ানশি বাংলাদেশ কোম্পানি লিমিটেড।

রোববার তিয়ানশি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে স্বাস্থ্য পণ্য প্রদান করা হয়। এছাড়া চাল, ছোলা, তেল, বিস্কিট সামগ্রী বিতরণ ও প্রায় ১০০০ জন মানুষকে ইফতার করানো হয়।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের (মানবিক কাজের জন্য সমাদৃত) মাধ্যমে মিরপুর, ঢাকার স্কুল ও বস্তিতে কার্যক্রম পরিচালিত হয়।

তিয়ানশি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিস্টার এ্যান্ডি ওয়াং উপস্থিত থেকে ত্রাণসামগ্রী বিতরণ করেন ও শুভকামনা জানান। কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা এই কার্যক্রমে অংশগ্রহণ করেন।

টিয়েন্স গ্রুপ ধারাবাহিকভাবে সামাজিক দায়বদ্ধতার প্রতি অঙ্গীকার এবং "ভালোবাসা অনুভব করা, ভালবাসা সৃষ্টি করা এবং ভালবাসা ভাগ করে নেয়ার" জনকল্যাণমূলক বিশ্বাসের প্রতি হিতৈষী হিসেবে সবসময় কাজ করে চলেছে। বিশ্বব্যাপী ভালবাসা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে জনকল্যাণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

তিয়ানশি বাংলাদেশ টিয়েন্স গ্রুপের অংশ এবং গত ২০ বছরে বাংলাদেশে সুনামের সঙ্গে ব্যবসা করার পাশাপাশি জনকল্যাণমূলক কাজে অবদান রেখে চলেছে।

বর্তমান বাংলাদেশ

Link copied!