ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

যেভাবে হারিয়ে যাওয়া ৩০টি মোবাইল উদ্ধার করলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৫, ০৮:৩০ পিএম

যেভাবে হারিয়ে যাওয়া ৩০টি মোবাইল  উদ্ধার করলো পুলিশ

ছবি: সংগৃহীত

বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৩০টি মোবাইল ফোনসেট উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পল্টন মডেল থানা পুলিশ। 
বুধবার (০৮ জানুয়ারি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

ডিএমপির পল্টন মডেল থানা সূত্রে জানানো হয়, বিভিন্ন কারণে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় মোবাইল মালিকদের সাধারণ ডায়েরির প্রেক্ষিতে পল্টন মডেল থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় গত বছরের ১৫ নভেম্বর  হতে ১ জানুয়ারি পর্যন্ত ৩০টি মোবাইল ফোনসেট দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে হারানো মোবাইল ফোনগুলো উদ্ধারে পল্টন মডেল থানার এসআই  নাজমুল হাছান ও এএসআই ইকবাল হোসেন সক্রিয় ভূমিকা রাখে।

 

বুধবার (০৮ জানুয়ারি) পল্টন মডেল থানার সম্মেলন কক্ষে মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবী, পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মোঃ নাসিরুল আমিন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মনিরুজ্জামান সেখের উপস্থিতিতে উদ্ধারকৃত ৩০টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়।

থানা সূত্রে আরো জানা যায়, ইতিপূর্বেও বিভিন্ন সময়ে পল্টন মডেল থানা পুলিশ কর্তৃক গড়ে ৪০ থেকে ৫০টি হারানো মোবাইল ফোন উদ্ধারপূর্বক প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।

হারিয়ে যাওয়া মোবাইল ফোনসেটগুলো দ্রুততম সময়ে ফিরে পেয়ে আনন্দিত মোবাইল ফোন মালিকরা পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। প্রিয় মোবাইল ফোনটি ফিরে পেয়ে অনেকে এ সময় আবেগপ্রবণ হয়ে পড়েন।

বর্তমান বাংলাদেশ

Link copied!