ঝালকাঠিতে আলোকিত যুব ক্লাব ও পাঠাগার এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে সদরের পূর্ব চাঁদকাঠী এলাকার পূবালী সড়কে শাহজাহান ম্যানশনে সংগঠনের নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
আলোকিত যুব ক্লাব ও পাঠাগার এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ এমরান হোসেন আদনান এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সহ সভাপতি হাফেজ সৈয়দ বাইজিদ হোসাইন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি মোঃ আজমির হোসেন তালুকদার।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি মিডিয়া ফোরামের সভাপতি মোঃ মনির হোসেন, আলোকিত সামাজিক ও স্বেচ্ছাসেবী সংস্থার সহ সভাপতি সাংবাদিক মোঃ সাইদুল ইসলাম। বক্তব্য রাখেন আলোকিত যুব ক্লাব ও পাঠাগার এর সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান মুরাদ, সদস্য বায়েজীদ, সাপ্তাহিক আলোকিত বিশ্বময় পত্রিকার রাজাপুর উপজেলা প্রতিনিধি নয়ন তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন, প্রচার সম্পাদক মোঃ রুবেল হাওলাদার, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক কে এম ইসলাম, নির্বাহী সদস্য মোঃ শাকিল মাহমুদ মুন্না সহ সদস্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য মোঃ বদিউন নবী পলাশ। আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
আপনার মতামত লিখুন :