ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

মদনে আ. লীগের সাধারণ সম্পাদকসহ জেল হাজতে ২৮ নেতাকর্মী

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৫, ০৬:৫৫ পিএম

মদনে আ. লীগের সাধারণ সম্পাদকসহ জেল হাজতে ২৮ নেতাকর্মী

ছবি: বর্তমান বাংলাদেশ।

নেত্রকোনার মদন উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদারসহ ২৮ নেতাকর্মীকে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত। 

রোববার নেত্রকোনার চীফ জুডিসিয়িল ম্যাজিস্ট্রেট এস. এম রাজিবুল হাসানের আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। 

আসামি পক্ষের আইনজীবী এডভোকেট  দিদারুল হক চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। 

জানা গেছে, মদন উপজেলার চানগাঁও গ্রামের ছাত্রদল নেতা শামছুল হক মদন পৌরশহরে দীর্ঘদিন ধরে একটি ফলের দোকান পরিচালনা করে আসছিল। ২০২২ সালের ২৩ এপ্রিল তার দোকানে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট চালায়। এ ঘটনায় গত ৮ সেপ্টেম্বর শামছুল হক বাদী হয়ে ৩৯ জনের নাম উল্লেখসহ আরো ৫০/৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করে বিস্ফোরক আইনে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় আসামিরা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নেন। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষে শর্তানুযায়ী আজ নেত্রকোনার আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।

বর্তমান বাংলাদেশ

Link copied!