নওগাঁর পত্নীতলায় ভ্রাম্যমান আদালতে এক ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিকসহ দুই ভুয়া ডাক্তারকে কারাদন্ড ও জরিমানা করা হয়েছে। মঙ্গলবার ১৪ জানুয়ারি দুপুরে উপজেলার নজিপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আজিজুল কবীর। নওগাঁ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআই তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আজিজুল কবীর বলেন- গোপন সংবাদে ভিতিত্বে অভিযান পরিচালনা করা হয়। নজিপুরের ডক্টর ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার অভিযান পরিচালনা করা হয়। এসময় সঞ্জীব কুমার নিজেকে চিকিৎসক/ডাক্তার পরিচয় দেন। তবে তিনি কমিউনিটি ক্লিনিকের একটি সনদ ছাড়া অন্য কোন কাগজপত্র দেখাতে পারেননি। এছাড়া চিকিৎসক না হয়েও ব্যবস্থাপত্রে যেসব ঔষধ বা এন্টিবায়োটিক লিখেছে তা তিনি লিখতে পারেন না। নামের আগে ডাক্তার লিখে রোগীদের সাথে প্রতারণা করে চিকিৎসা দিয়ে আসছিলেন। এ অপরাধে তার ২ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। এছাড়া এ বিষয়টি প্রতিষ্ঠানের পরিচালক প্রদীপ কুমার অবগত আছেন। তারপরও তিনি সঞ্জীব কুমারকে দিয়ে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতেন। এ অপরাধে পরিচালাককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, উপজেলার নজিপুর পৌরসভার খীরসিন এলাকার রতন কুমার মন্ডল। তিনি তার ব্যক্তিগত চেম্বারে চিকিৎসক পরিচয় দিয়ে রোগী দেখতেন। এছাড়া চিকিৎসক পরিচয়ে ব্যবস্থাপত্রে ঔষধ লিখতেন। এছাড়াও নিজেকে চিকিৎসক পরিচয় তুলে ধরতে বিভিন্ন সাইনবোর্ডে বিজ্ঞাপন দিয়েছেন। দীর্ঘদিন ধরে তাদের ব্যবস্থাপত্রে চিকিৎসার নামে অপচিকিৎসা করে স্থানীয় সাধারণ মানুষদের সাথে প্রতারণা করে আসছিলেন। এ অপরাধে তার ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানের নেতৃত্ব দেন এনএসআই নওগাঁর উপপরিচালক মোস্তাক আহমেদ এবং সহকারী পরিচালক আনোয়ার হোসেন, পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শামীম হোসেনসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :