ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

শ্রীমঙ্গলে শিশু ধর্ষণের ঘটনায় গ্রেফতার ২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৪, ০২:৫০ পিএম

শ্রীমঙ্গলে  শিশু ধর্ষণের ঘটনায় গ্রেফতার ২

ছবি-বর্তমান বাংলাদেশ।

শ্রীমঙ্গল থানার ৫ নম্বর কালাপুর ইউপি‍‍`র মাজদিহি গ্রামের মহসিন মিয়ার বসত ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

 

শনিবার (২১ডিসেম্বর) অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। গ্রেফতাররা হলো- শিপন মিয়া (২২) ও মহসিন মিয়া (৩৫)। 


পুলিশ জানায়, গত ১৬ ডিসেম্বর রাত অনুমান ১০টার দিকে এই ধর্ষণের ঘটনা ঘটে। ৫ নম্বর কালাপুর ইউপির শ্রীমঙ্গলে ধর্ষণের সময় আসামী শিপন মিয়াকে সহায়তা করে। ধর্ষণের ঘটনা সংক্রান্তে ভিকটিমের মাতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। 

 

এরপর শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলামের দিক নির্দেশনায় আজ এসআই আব্দুর রহিম জিবন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে আসামী শিপন মিয়া ও মহসিন মিয়াকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে চালান মোতাবেক আদালতে সোপর্দ করা হয়।

বর্তমান বাংলাদেশ

Link copied!