ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

লাউয়াছড়া বন থেকে ৩ টি মূল্যবান সেগুন গাছ চুরি

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৪, ০৮:২৪ পিএম

লাউয়াছড়া বন থেকে ৩ টি মূল্যবান  সেগুন গাছ চুরি

ছবি-বর্তমান বাংলাদেশ।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল কমলগঞ্জ এর পাশে  লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে ৩ টি মূল্যবান  সেগুন গাছ চুরি হয়েছে। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বন থেকে  বুধবার গভীর রাতে স্থানীয় সংঘবদ্ধ চোর চক্র ৩ টি মূল্যবান সেগুন গাছ কেটে নিয়ে যায়। 


সরেজমিন গিয়ে দেখা যায় লাউয়াছড়া বন বিট অফিসের সংলগ্নে  ৩ টি কাটা মূল্যবান সেগুন গাছের গুড়া। কাটা গাছ গুলোর গুড়া প্রায় ৪ ফিট গোলাকার ও ৭০ ফিট উচ্চতার, যার আনুমানিক বাজার মূল্য প্রায় কয়েক লক্ষাধিক টাকা বলে জানা যায়। 


বিশ্বস্ত সূত্রে আরো  জানা যায় লাউয়াছড়ার বন প্রহরী ও কমিউনিটি পেট্রোলিং গ্রুপ(সিপিজি) দিনের বেলায় বন পাহাড়া না দিয়ে  লাউয়াছড়ায় গাইডিং সার্ভিস নিয়ে ব্যস্ত থাকেন সেই সুযোগে  স্হানীয় চোর চক্র দিনের বেলায় বনের ভিতর ডুকে গাছ দেখে যায় এবং রাতের বেলায় সুযোগ বুঝে গাছ পাচার করে। 


অভিযোগ উঠেছে স্থানীয় সংঘবদ্ধ চোর চক্রের সাথে বন বিভাগের কিছু অসাধু বন প্রহরী ও সিপিজি সম্পৃক্ত রয়েছেন। 


এ বিষয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের  সহকারী বিভাগীয় প্রধান জামিল মোহাম্মদ খান বলেন গাছ কাটার বিষয়টি লাউয়াছড়া বন বিট কর্মকর্তা জানার পর সংঘবদ্ধ চোর চক্রকে রাতেই ধাওয়া দেওয়া হয়, সেই সময়ে কিছু গাছের খন্ড ও পরিবহন ট্রলি জব্দ করা হয়েছে পাশাপাশি  তদন্ত এখনো চলমান রয়েছে। 


তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। স্থানীয় চোর চক্র বন বিভাগ আসার আগেই  অধিকাংশ সেগুন গাছের খন্ড নিয়ে যায়।

বর্তমান বাংলাদেশ

Link copied!