ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫

রাঙ্গুনিয়ায় সিলিং ফ্যানের ঝুলছিল গৃহবধূর মরদেহ

চট্টগ্রাম(রাঙ্গুনিয়া) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৫, ১০:৪৩ পিএম

রাঙ্গুনিয়ায় সিলিং ফ্যানের ঝুলছিল গৃহবধূর মরদেহ

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার লালানগরে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে নিসা আকতার (২৮) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (৭জানুয়ারি) দুপুরে উপজেলার লালানগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আলমশাহ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে, এখনো পর্যন্ত গৃহবধূর মৃত্যুর কারণ জানা যায়নি। 

মৃত নিসা আকতার উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কবির আহমেদ বাড়ীর মৃত আবদুস সালামের মেয়ে, ও আলমশাহ পাড়া এলাকার কাতার প্রবাসী আবুল কালামের স্ত্রী।

নিসার ননদ জান্নাতুল ফেরদৌস জানান, গত ১০ বছর আগে ভাই আবুল কালাম সাথে নিসার বিয়ে হয়। ভাই বিদেশে থাকায় ভাইয়ের স্ত্রী তার মায়ের সাথে ইসলামপুরে বাপের বাড়িতে বসবাস করতেন। গত শনিবার বড় ভাইয়ের ঘরের ছাদ ঢালাই উপলক্ষে নিসা দাওয়াত খেতে শুক্রবার বিকালে শ্বশুর বাড়িতে আসেন। ৩দিন থাকাকালে সোমবার গভীর রাত পর্যন্ত মোবাইল ফোনে কার সাথে  উত্যক্ত ভাষায় কথা কাটাকাটির শব্দ পাশের রুম থেকে শুনতে পায়। পরে সকাল গড়িয়ে দুপুর ১২ টা পর্যন্ত নিসার কোন সাড়া শব্দ না পেয়ে খোঁজ নিতে রুমে এলেই সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেছানো অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখতে পান। এরপর চিৎকার দিলে পরিবারসহ আশপাশের লোকজন এসে জড়ো হয়। বিষয়টি তার কাতার প্রবাসী ভাইকে ফোনে জানালে ভাই আবুল কালাম তার শ্বশুর বাড়িতে প্রবাস থেকে জানান। পরে নিসার ভাইয়েরা ও রাঙ্গুনিয়া থানার পুলিশ এসে মরদেহ উদ্ধার থানায় নিয়ে যায়।

এব্যাপারে রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবদেন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বর্তমান বাংলাদেশ

Link copied!