মৌলভীবাজারের বড়লেখায় ছেলের কুড়ালে আঘাতে খুন হয়েছেন বাবা মামুন মিয়া (৬১)। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে বড়লেখা উপজেলার দক্ষিণ ভাগ ইউনিয়ন কলাজুরা গ্রামে। ঘটনার পর অভিযুক্ত ছেলে নোমান আহমেদ (৩০) পালিয়ে যায়।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম জানান, সোমবার রাতে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের কলাজুরা গ্রামের মামুন মিয়ার ছেলের সাথে সুজানগর ইউনিয়নের এক মেয়ের বিয়ের কথাবার্তা চলছিলো। কনে পক্ষ এই বিয়েতে অতিরিক্ত দেনমোহর দাবি করেন। এনিয়ে রাতে মামুন মিয়ার সাথে তার ছেলে নোমানের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ঘরে থাকা কুড়াল দিয়ে বাবার গলার পাশে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্বজনরা তাকে মুমূর্ষু অবস্থায় বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় অভিযুক্ত নোমানকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। তাছাড়া মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে জানিয়েছে পুলিশ।
আপনার মতামত লিখুন :