বগুড়ার আদমদীঘির সান্তাহারে ১০ গ্রাম হেরোইনসহ আনজু বেগম (৪০) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দুপুরে মাদকদ্রব্য আইনে একটি মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আনজু বেগম উপজেলার সান্তাহার পৌর শহরের নতুন বাজার এলাকার হয়রত আলীর স্ত্রী।
সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, শুক্রবার সন্ধ্যায় আনজু বেগম উপজেলার সান্তাহার পৌর শহরের নতুন বাজার এলাকায় তার নিজ বসতবাড়ির সামনে হেরোইন বিক্রয় করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তাকে তল্লাশি করে ১০ গ্রাম নিষিদ্ধ হেরোইন উদ্ধার করা হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ইতিপূর্বে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলাও রয়েছে। এরপর দায়েরকৃত মামলায় তাকে আদালতে পাঠানো হয়।
আপনার মতামত লিখুন :