ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫

ঘুষের টাকা না পেয়ে বিএনপি নেতার নেতৃত্বে কৃষকের ৪ গরু লুট

ময়মনসিংহ ব্যুরো:

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৫, ০৮:৪০ পিএম

ঘুষের টাকা না পেয়ে বিএনপি নেতার নেতৃত্বে কৃষকের ৪ গরু লুট

ছবি-বর্তমান বাংলাদেশ।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার টাংগাব গ্রামে শুক্রবার (৩ জানুয়ারি) দিনে-দুপুরে শামছুল ইসলাম নামে এক কৃষকের ৪টি গরু লুট হয়। সালিশ-দরবারের ঘুষের টাকা না পেয়ে স্থানীয় বিএনপি নেতা ইসলাম  উদ্দিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী এ গরু লুটের সাথে জড়িত বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার ভিডিও ভাইরাল হলে সন্ধ্যায় পাগলা থানা পুলিশ গরু চারটি উদ্ধার করে।


ভুত্তভোগী টাংগাব গ্রামের শামছুল ইসলাম (৭০) জানায়, সে একই গ্রামের আমানুল্লাহ এর কাছ থেকে দুইলাখ টাকা সুদে ধার নেয়। সে আমানুল্লাহকে লাভসহ দুই লাখ ২৫ হাজার টাকা পরিশোধ করে। সালিশ-দরবার করে বিষয়টি মধ্যস্থতা করে টাংগাব ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপি সভাপতি ও পার্শবর্তী ভরপুর গ্রামের ইসলাম উদ্দিন। মধ্যস্থতার বিনিময়ে বিএনপি নেতা ইসলাম উদ্দিন ও তার লোকজন শামছুল ইসলামের কাছে ৫০ হাজার টাকা দাবী করে। দাবীকৃত টাকা না পেয়ে শুক্রবার সকাল ১১ টার দিকে বিএনপি নেতা ইসলাম উদ্দিন (৪৫), ইমরান (৩৫), কাশেমের (৩৫) নেতৃত্বে ৫/৬ জন সশস্ত্র লোক শামছুল ইসলামের বাড়িতে এসে শামছুল ইসলামকে হুমকি দিয়ে যায়। বিকাল সাড়ে ৪টার দিকে ইসলাম উদ্দিন ও তার লোকজন আবার শামছুল ইসলামের বাড়িতে এসে ৫০ হাজার টাকা দাবী করে। দাবীকৃত টাকা পেয়ে তারা শামছুল ইসলামকে মারধর করে ৪টি গরু লুট করে নিয়ে যায় তার। প্রতিবেশি গৃহবধূ শান্তা (৩০) ঘটনাটি গোপনে ভিডিও করে। ভিডিও রাতেই ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পোষ্ট করা ভিডিওতে উপজেলার বিএনপির নেতাকর্মীরাই সন্ত্রাসী বিএনপি নেতা ইসলাম উদ্দিন ও তার সাঙ্গপাঙ্গদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বহিস্কার দাবী করে। দিনে-দুপুরে কৃষকের বাড়ি থেকে ৪টি গরু লুট হওয়ার ভিডিওিটি ভাইরাল হলে পাগলা থানা পুলিশ তৎপর হয়ে রাতেই ৪টি গরু উদ্ধার করে কৃষক শামছুল ইসলামকে বুঝিয়ে দেয়।


কৃষক শামছুল ইসলাম বলেন, পাগলা থানা পুলিশের তৎপরতায় ৪টি গরু ফেরত পেয়েছি। তবে সন্ত্রাসীরা এখনো হুমকি দিচ্ছে। বাড়ি থেকে বের হতে পারছি না।


পাগলা থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম বলেন,শামছুল ইসলামের লুট হওয়া ৪টি গরু উদ্ধার করে তাকে ফেরত দেওয়া হয়েছে। ভুক্তভোগি মামলা করতে চাইলে মামলা নেওয়া হবে।

বর্তমান বাংলাদেশ

Link copied!