ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

কাঁঠালিয়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৪, ০৭:১৪ পিএম

কাঁঠালিয়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা

ছবি-বর্তমান বাংলাদেশ।

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস পালন উপলক্ষে বীরমুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা সোমবার (১৬ ডিসেম্বর-২০২৪) উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) সঞ্জয় দাস, থানা অফিসার ইনচার্জ মং চেনলা, কাঁঠালিয়া সোনালী ব্যাংকের ম্যানেজার মো. রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক মৃধা, আমুয়া ইউপি প্যানেল চেয়ারম্যান মো. নকিরুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি বিন ইয়ামিন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো. আকতার হোসেন নিজাম মীরবহর, উপজেলা জামাতের সহকারী সেক্রেটারী মাওলানা মো. মোস্তাজাবুর রহমান, উপজেলা ইসলামী আন্দোলনের সাধারন সম্পাদক আস সাঈদ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মো. শাখাওয়াত হোসেন অপু সিকদার প্রমুখ।

এছাড়া অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল ৩১বার তোপধ্বনী, কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বিজয় মেলা, মহিলা সমাবেশ, প্রীতী ফুটবল ও কাবাডি খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণ।

বর্তমান বাংলাদেশ

Link copied!