বগুড়ার আদমদীঘিতে পিকনিক খাওয়াকে কেন্দ্র করে আজিজার রহমান (৫৩) নামের এক সাবেক ইউপি সদস্য মারা গেছে।
রবিবার রাতে উপজেলার চাঁপাপুর ইউপির কয়াকুঞ্চি গ্রামে এ ঘটনা ঘটে। আজিজার রহমান ওই গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে। সোমবার দুপুরে ময়নাতদন্ত শেষে লাশটি তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
আদমদীঘি থানার উপ-পরিদর্শক ফেরদৌস হোসেন জানান, রবিবার রাতে উপজেলার চাঁপাপুর ইউপির কয়াকুঞ্চি গ্রামের বাজার এলাকায় লিটন হোসেন নামের এক বিএনপির সমর্থক একটি পিকনিকের আয়োজন করেন। অপরদিকে একই গ্রামের বিএনপির আরেক সমর্থক সাবেক ইউপি সদস্য আজিজার রহমানের অনুসারীরা কোন একটি বিষয় নিয়ে পিকনিকে বাধা প্রদান করে। ফলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এসময় আজিজার রহমান ঘটনাস্থলে পৌঁছালে তার অনুসারীদের পিকনিকে বাধা প্রদান বিষয়ে বিচারের জন্য লিটনের সমর্থকরা চাঁপ প্রয়োগ করে। এতেকরে ঘটনাস্থলে অসুস্থ হয়ে পড়েন আজিজার রহমান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এরপর দু`পক্ষকে শান্ত করা হয়। এ ঘটনায় লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :