ঢাকা শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫

আদমদীঘিতে চার মাদকসেবির জেল-জরিমানা

মো:মাইন, আদমদিঘী, বগুড়া

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৪, ০৮:৪৬ পিএম

আদমদীঘিতে চার মাদকসেবির জেল-জরিমানা

ছবি: সংগৃহীত

বগুড়ার আদমদীঘিতে এ্যাম্পুল ইনজেকশন, ট্যাপেন্টাডল, গাঁজা, চোলাই মদ সেবনের অপরাধে চার মাদকসেবিকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

রোববার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ এই দণ্ড দেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের ডহরপুর গ্রামের জাফেরুল ইসলামের ছেলে ফায়সাল আহমেদ (৩১),একই উপজেলার সান্তাহার পৌর শহরের লকু পূর্ব কলোনী মহল্লার খলিল শেখের ছেলে সুজন শেখ (২৮) ও জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার কানজপাড়া গ্রামের আকাল চন্দ্র দেবনাথের ছেলে সুরজিত চন্দ্র (৩৩) একই গ্রামের উফছার আলী মন্ডলের ছেলে ভুট্টু আলম (৩৫)।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, রবিবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এ্যাম্পুল ইনজেকশন, ট্যাপেন্টাডল, গাঁজা ও চোলাই মদ সেবনের অপরাধে চার মাদকসেবিকে আটক করা হয়েছে। 

এরপর সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ফায়সালকে ট্যাপন্টাডল ট্যাবলেট সেবনে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড, সুজনকে এ্যাম্পুল ইনজেকশন করায় ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড, সুরজিতকে চোলাই মদ ও গাঁজা সেবনে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ভুট্টুকে চোলাই মদ সেবনের অপরাধে ৩মাস বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ।

বর্তমান বাংলাদেশ

Link copied!