ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫

সান্তাহারে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

মো:মাইন, আদমদিঘী, বগুড়া

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৪, ০৬:৩০ পিএম

সান্তাহারে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ছবি: সংগৃহীত

বগুড়ার আদমদীঘির সান্তাহারে ট্রেনে কাটা পড়ে জামিল উদ্দিন সরদার (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

 

সোমবার দুপুরে এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়। জামিল উদ্দিন সরদার নওগাঁর খলিশাকুড়ি সরদারপাড়া গ্রামের লবীর উদ্দিন সরদারের ছেলে। এরআগে সোমবার ভোর বেলা সান্তাহার ইউপির উৎরাইল জাহানারাবাদ এলাকায় রেল লাইনে কাটা পড়ে এই দুর্ঘটনা ঘটে।


সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক প্রদীপ কুমার বর্মণ জানান, সোমবার ভোর সাড়ে ৪ টায় উৎরাইল জাহানারাবাদ গ্রামের সান্তাহার- বগুড়া রেল লাইনে ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনে কাঁটা পরে এক ব্যক্তির মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারের নিকট লাশটি হস্তান্তর করা হয়েছে।


সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

বর্তমান বাংলাদেশ

Link copied!