ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫

কালীগঞ্জ ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজির যাত্রা শুরু

নুরুল ফেরদৌস, লালমনিরহাট

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৪, ০৮:০০ পিএম

কালীগঞ্জ ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজির যাত্রা শুরু

ছবি-বর্তমান বাংলাদেশ।

কালীগঞ্জ ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজি (আইএলএসটি)’র উদ্বোধন হয়েছে।


মঙ্গলবার বিকেলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব তোফাজ্জল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, উন্নত জাতি গঠনে লাইভস্টক সেক্টর বলিষ্ট ভুমিকা পালন করে আসছে। আমরা খাদ্য বলতে শুধু শস্যকে বুঝি কিন্তু প্রাণিজ প্রোটিন ছাড়া খাদ্য অসম্পূর্ণ থেকে যায়। দক্ষ জনসম্পদ তৈরিতে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই আর দক্ষ জনবল তৈরিতে আইএলএসটি বিশেষ ভুমিকা রাখবে। কালীগঞ্জ ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজির অধ্যক্ষ ডঃ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর এর পরিচালক ডাক্তার মোঃ আব্দুল হাই, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম,প্রকল্প পরিচালক জাহাঙ্গীর আলম। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্প পরিচালক ডা: মো: জাহাঙ্গীর আলম প্রকল্পের সার্বিক চিত্র তুলে ধরেন।


উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রাণিসম্পদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠান সম্পন্ন হয়। 


কালীগঞ্জ ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজির অধ্যক্ষ ডঃ নুরুল ইসলাম জানান, প্রাণিসম্পদ সেক্টরের উন্নয়ন কারিগরিভাবে দক্ষ জনশক্তি তৈরি, উৎপাদন বৃদ্ধি,যুগোপযোগী লাইভ স্টক ডিপ্লোমা কোর্স পরিচালনার জন্য ৬৫ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক যন্ত্রপাতিসহ আধুনিক ব্যবহারিক প্রশিক্ষণ সুবিধা সম্বলিত আইএলএসটি এর অবকাঠামো কালীগঞ্জ উপজেলায় অধিগ্রহণকৃত ৫ একর জমির উপর স্থাপন করেছে সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। 

এ কার্যক্রম বাস্তবায়ন করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ৪৫ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। অত্র প্রতিষ্ঠানে প্রতিবছর ৫০ জন ছাত্রছাত্রীকে চার বছর মেয়াদী লাইভ স্টক ডিপ্লোমা প্রদান করা হবে এর মাধ্যমে প্রাণিসম্পদ অধিদপ্তর দারিদ্র্য হ্রাস, বেকারত্ব দূরীকরণ কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে। 

বর্তমান বাংলাদেশ

Link copied!