ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫

দিনাজপুরের বিরলে তিন দিনব্যাপী পুষ্টি মেলার উদ্বোধন

আব্দুস সাত্তার,দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৫, ০৫:২০ পিএম

দিনাজপুরের বিরলে তিন দিনব্যাপী পুষ্টি মেলার উদ্বোধন

ছবি-বর্তমান বাংলাদেশ।

দিনাজপুরের বিরলে পুষ্টি বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইনিং ও তিন দিনব্যাপী পুষ্টি মেলার উদ্বোধন করা হয়েছে।
৪ জানুয়ারি ২০২৫ শনিবার সকাল ১১ টায় দিনাজপুরের বিরল উপজেলার ৩ নং ধামইর ইউনিয়নের গিরিধরপুর পুষ্টি গ্রামে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ( বারটাস) এর আয়োজনে ও কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প (বারটাস) এর বাস্তবায়নে ৪ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি পর্যন্ত তিনদিন ব্যাপী পুষ্টি মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ডাঃ মো আব্দুর রাজ্জাক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ( বারটান) পীরগন্জ রংপুর। বিরল উপজেলা কৃষি অফিসার মোস্তফা হাসান ইমাম এর সভাপতিত্বে সচেতনতামূলক ক্যাম্পেইনিংয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিরল উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ বরকত উল্লাহ, বিরল উপজেলা কৃষি অফিসার এ এইচ এম গোলাম কবির। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ নূরুন্নবী ও  মাঠ সহকারী ও হিসাব রক্ষক মোঃ দারুজ্জামান মিয়া। তিনদিন ব্যাপী মেলা ও সচেতনতামূলক ক্যাম্পেইনিংয়ে গিরিধরপুর পুষ্টি গ্রামের শতাধিক কিষান- কিষানী সহ শতাধিক সাধারন মানুষের অংশ গ্রহন ছিল চোখে পড়ার মত। পুষ্টি মেলার স্টল গুলোতে সাজানো রয়েছে বিভিন্ন প্রজাতির ফল ও শাকসবজি সহ নানা রকমের দেশী বিদেশি পুষ্টি সমৃদ্ধ খাবারের। 

সচেতনতামূলক ক্যাম্পেইনিংয়ে গিরিধরপুর গ্রামের রহিমা বেগম জানান আমরা ক্যাম্পেইনিংয়ে অংশগ্রহণ করে বিভিন্ন রকমের পুষ্টি সমৃদ্ধ খাদ্য সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম যা আমাদের পারিবারিক খাদ্য নিরাপত্তার কাজে সহযোগিতা হবে।এছাড়াও সচেতনতামূলক ক্যাম্পেইনিং শেষে উপস্থিত সকলের মাঝে গাছের চারা ও উপহার সামগ্রী বিতরন করা হয়।

বর্তমান বাংলাদেশ

Link copied!