ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫

রাণীনগরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেফতার

মামুনুর রশিদ, রাণীনগর

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৫, ০৫:২৬ পিএম

রাণীনগরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেফতার

ছবি-বর্তমান বাংলাদেশ।

নওগাঁর রাণীনগরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

শনিবার দুপুরে উপজেলা সদরের শের-এ বাংলা সরকারি মহাবিদ্যালয় মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতের নাম এসকে নাহিদ (২২)। তিনি নিষিদ্ধ সংগঠন রাণীনগর উপজেলা ছাত্রলীগের সদস্য ও শের-এ বাংলা সরকারি মহাবিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি উপজেলার পূর্ব বালুভরা গ্রামের এসকে হাবিবুর রহমানের ছেলে।

রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম বলেন, উপজেলা বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ-বিস্ফোরক মামলায় এসকে নাহিদ তদন্তপ্রাপ্ত আসামি। শনিবার দুপুরের দিকে থানা পুলিশ অভিযান চালিয়ে শের-এ বাংলা সরকারি মহাবিদ্যালয় মাঠ থেকে তাকে গ্রেফতার করেছে। দুপুরেই তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বর্তমান বাংলাদেশ

Link copied!