ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

পাটগ্রামে সাংবাদিককে হত্যার চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

নুরুল ফেরদৌস, লালমনিরহাট

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৫, ০৯:০৫ পিএম

পাটগ্রামে সাংবাদিককে হত্যার চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ছবি: বর্তমান বাংলাদেশ।

তথ্য  সংগ্রহের জের ধরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার চ্যানেল এস টেলিভিশনে সাংবাদিক মোঃ মিনাজ ইসলামের উপর অতর্কিত  হামলা চেয়ার দিয়ে হত্যার চেষ্টা ও প্রাণনাশের হুমকি দিয়েছে।  সানমুন প্লাজা কাপড়ের দোকানের কর্মচারী খাদেমুল ইসলাম। এ ঘটনায়  সারাদেশে সাংবাদিক সমাজে নিন্দা ঝড় উঠেছে। পাটগ্রাম থানায় অভিযোগ দেওয়ার ৩ দিন পার হলেও এখনো ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ।

 বুধবার (০৯ জানুয়ারি) রাতে পাটগ্রামের পশ্চিম চৌরঙ্গী মোড়ে হিমু হোটেলে প্রকাশ্যে এ হামলা করেন খাদেমুল ইসলাম নামে এক কাপড়ের দোকানের কর্মচারী । এ ঘটনায় পাটগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেছেন মোঃ মিনাজ ইসলাম

জানা যায়, চ্যানেল এস পাটগ্রাম উপজেলা প্রতিনিধি মোঃ মিনাজ ইসলাম ছেলে-মেয়ে সম্পর্কিত ঘটনায় মেয়ের অভিযোগের ভিত্তিতে পাটগ্রামের জগতবের এলাকায় তথ্য সংগ্রহ করে ফিরে আসার পরে  মুঠোফোনে হুমকি দিয়ে হিমু  হোটেলে সাংবাদিক মিনাজ ইসলামের উপর অতর্কিত হামলা চেয়ার দিয়ে হত্যার চেষ্টা ও প্রকাশ্যে  প্রাণনাশের হুমকি দেন খাদেমুল ইসলাম। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার ৩ দিন পার হলেও অভিযুক্ত খাদেমুল ইসলাম এখনো ধরা ছোঁয়ার বাহিরে। এমন ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত খাদিমুল ইসলামকে  দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানান সারাদেশের সকল পর্যায়ের সাংবাদিক সমাজ। অন্যথায় কঠোর আন্দোলনের পরিকল্পনা রয়েছে বলে জানা যায়।

এ বিষয়ে মিনাজ ইসলাম বলেন জগতবেড় এলাকায় অভিযোগের প্রেক্ষিতে ছেলে মেয়ের একটি ঘটনায় মেয়ের বক্তব্য ও বিভিন্ন তথ্য নিয়ে ফিরে এসে পাটগ্রাম চৌরঙ্গী মোড়ে হিমু হোটেলে কয়েকজন সিনিয়র সাংবাদিকদের সাথে চা খেতে বসলে এমন সময় হঠাৎ করে কয়েকজন কে সাথে নিয়ে খাদেমুল  আমাকে অতর্কিতভাবে হামলা চেয়ার দিয়ে হত্যার চেষ্টা করে এবং আমাকে ও আমার পরিবারকে দেখে নেওয়াসহ প্রকাশ্যে প্রান নাশের হুমকি দেয়।

পরবর্তীতে হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠলে খাদেমুল ও তার সহযোগীরা বিষয়টি মিমাংসা করার চেষ্টা করে। এঘটনায় খাদেমুলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে পাওয়া যায়নি এমনকি তার মুঠোফোনে কল করলে তার ফোন বন্ধ দেখায়।

এঘটনায় বিভিন্ন সাংবাদিক সংগঠন ও গণমাধ্যমকর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। প্রেস ক্লাব পাটগ্রাম এর সভাপতি ইফতেখার আহমেদ এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, হামলাকারীকে দ্রুত গ্রেপ্তার দাবি জানান, পাটগ্রাম উপজেলার প্রেস ক্লাবের সভাপতি কামার হাবিব এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ও সেই সাথে অভিযুক্ত কে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান, তিনি আরো বলেন সাংবাদিক মিনাজ ইসলামের উপর হামলাকারীকে গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনা না হলে সাংবাদিক সমাজকে নিয়ে বৃহত্তর আন্দোলন করা হবে।

পাটগ্রাম থানার অফিসার্স ইনচার্জ ওসি আশরাফুজ্জামান সরকার বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বর্তমান বাংলাদেশ

Link copied!