ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫

বরিশালের বাকেরগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে ট্রাক চালক নিহত, আহত ৭

শাওন খান, বরিশাল

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৫, ০২:২১ পিএম

বরিশালের বাকেরগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে ট্রাক চালক নিহত, আহত ৭

ছবি-বর্তমান বাংলাদেশ।

বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক নিহত হয়েছে। এ ঘটনায় বাসের ৭ জন যাত্রী আহত হয়েছে।

নিহত ট্রাক চালক মাহাবুব হোসেন (৪৫) সাতক্ষীরা জেলার তালা উপজেলার নওয়াপাড়া এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ৪টায় বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, ঢাকা থেকে পটুয়াখালীগামী নারায়ণগঞ্জ ট্রাভেলস এর একটি বাস ও পটুয়াখালী থেকে ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায় এবং ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।  স্থানীয় লোকজন বাস-ট্রাক থেকে গুরুতর আহত অবস্থায় ৮ জনকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে চিকিৎসক এরমধ্যে ট্রাক চালক মাহাবুব হোসেনকে মৃত্যু ঘোষণা করেন।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, বাস ট্রাক সংঘর্ষে ১জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

বর্তমান বাংলাদেশ

Link copied!