নাটোরের লালপুরে দিনদুপুরে পিকআপ থামিয়ে ধারালো অস্ত্র ঠেকিয়ে দুই মাছ ব্যবসায়ীর কাছ থেকে এক লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার লালপুর-বনপাড়া সড়কের ওয়ালিয়া বাজারের অদূরে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা হলেন- সিংড়া উপজেলার পেট্টবাংলা গ্রামের শমসের ছেলে জামসেদ প্রামাণিক (৪৫) ও রাজশাহীর বিনোদপুরের জামাত আলীর ছেলে শামসুদ্দিন (৩৮)।
ভুক্তভোগী জামশেদ প্রামাণিক জানান, কুষ্টিয়া, ঈশ্বরদী ও লালপুরে মাছ বিক্রি করে পিকআপ যোগে গোপালপুর হয়ে বনপাড়ার দিকে যাচ্ছিলেন। এসময় পথে ওয়ালিয়া বাজারের কাছাকাছি পৌঁছালে মোটরসাইকেল যোগে দুই অজ্ঞাত ব্যক্তি তাদের পথরোধ করে পিকআপের চাবি ছিনিয়ে নেয়। এরপর চাকু দিয়ে জিম্মি করে ভয় দেখিয়ে তাদের কাছে মাছ বিক্রির এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে যান
ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুমন চন্দ্র দাস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :