বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) চ্যাম্পিয়ন ট্রফি বরিশালে প্রদর্শিত হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে ক্রিকেট ভক্ত ও অনুরাগীদের দেখার জন্য ব্রজমোহন কলেজের জীবনানন্দ দাশ মঞ্চের সামনে রাখা হয়।
এর আগে বিসিক শিল্প নগরী থেকে শোভাযাত্রা করে চ্যাম্পিয়ন ট্রফি ব্রজমোহন কলেজে আসার সময় মোটরসাইকেল যোগে শত শত ক্রিকেটপ্রেমী যোগ দেয়। সেখানে অবস্থানের পর বিকেল সাড়ে তিনটায় ট্রফি নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রওয়ানা হয়। সেখানে সব বয়সী ও শ্রেনি পেশার ক্রিকেট ভক্তরা চ্যাম্পিয়ান ট্রফি দেখতে ভীড় জমায়, আনন্দে মাতে।
ক্রিকেট ভক্ত আবরার বলেন, বিপিএলের ট্রফি বরিশালে দেখে তারা উচ্ছাসিত। পাশাপাশি গেল বারের ন্যায় এবারো চ্যাম্পিয়ন হয়ে এই ট্রফি বরিশালেই দেখতে চান।
আরেক ক্রিকেট ভক্ত শামীম বলেন, গত বছর বিপিএলে বরিশাল চ্যাম্পিয়ন হলেও ট্রফি বরিশালে আনা হয়নি। এবার ট্রফি দেখে চ্যাম্পিয়ন হওয়ার তৃষ্ণা আরো বেড়ে গেল। তাই আমরা চাই এবছর বরিশাল চ্যাম্পিয়ন হয়ে ট্রফি বরিশালেই রাখুক।
ফরচুন বরিশালের পরিচালক শফিকুর রহমান বলেন, এবারের বিপিএলে তাদের ব্যালেন্স দল। আশা করছেন দ্বিতীয় বারের মত চ্যাম্পিয়ান হবেন।
আপনার মতামত লিখুন :