ঢাকা সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫

গফরগাঁওয়ে রাতে ঘুরে ঘুরে ৫ শতাধিক শীতার্ত মানুষকে কম্বল দিলেন ডা. রানা

ময়মনসিংহ ব্যুরো:

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৫, ০৬:৫২ পিএম

গফরগাঁওয়ে রাতে ঘুরে ঘুরে ৫ শতাধিক   শীতার্ত মানুষকে কম্বল দিলেন ডা. রানা

ছবি-বর্তমান বাংলাদেশ।

মাঘ মাসের শীতের রাতে বইছে কনকনে হাওয়া। এমন সময় শীতার্তদের মাঝে শীতের কম্বল নিয়ে হাজির হলেন ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও পাগলা থানা বিএনপির সাবেক আহবায়ক পিজির অধ্যাপক ডা. মোফাখখারুল ইসলাম রানা।

শুক্রবার রাতে গফরগাঁও পৌর শহরের শিবগঞ্জ বাসট্যান্ড, জামতলা মোড় ও ইমামবাড়ি এলাকায় কোনো প্রকার আনুষ্ঠানিকতা ছাড়াই ছিন্নমূল ও হতদরিদ্র নারী-পুরুষ, অটোরিকশা চালক সহ ৫ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। অধ্যাপক ডা. মোফাখখারুল ইসলাম রানাকে কাছে পেয়ে কিছুক্ষণের জন্য শীতের কষ্ট ভুলে গিয়েছিল শীতার্ত মানুষগুলো।

বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক শেখ মো. ইসহাক, সাবেক যুগ্ন আহবায়ক আব্দুল হামিদ চেয়ারম্যান, পৌর বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক আলমগীর কবির সাত্তার, দফতর সম্পাদক আজহারুল হক, জেলা যুবদলের যুগ্ন সম্পাদক আব্দুল আজিজ সাদেক, গফরগাঁও উপজেলা ছাত্রদলের আহবায়ক মুক্তার হোসেন, পাগলা থানা ছাত্রদলের আহবায়ক মাজহারুল ইসলাম, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহফুজুর রহমান প্রমুখ।

বর্তমান বাংলাদেশ

Link copied!