ঢাকা শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫

নাটোরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৫, ০৮:২৭ পিএম

নাটোরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ছবি-বর্তমান বাংলাদেশ।

নাটোরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৭৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে নাটোর সদরের তেবাড়িয়া ইউনিয়নের জংলী আদর্শ গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন বাগাতিপাড়া উপজেলার বেগুনিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মো. উজ্জল হোসেন (৩৪) ও একই এলাকার মকবুল হোসেনের ছেলে মো. মাসুদ রানা (৩৩)। অভিযানে উজ্জল হোসেনের হেফাজত থেকে ১৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তার সহযোগী মাসুদ রানাকেও গ্রেফতার করা হয়।
নাটোর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) হাসিবুল্লাহ হাসিব জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাটোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি জেলার মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বর্তমান বাংলাদেশ

Link copied!