ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

রাণীনগরে ইমাম মুয়াজ্জিন সমাবেশ অনুষ্ঠিত

মামুনুর রশিদ, রাণীনগর

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৪, ০২:১২ পিএম

রাণীনগরে ইমাম মুয়াজ্জিন সমাবেশ অনুষ্ঠিত

ছবি-বর্তমান বাংলাদেশ।

নওগাঁর রাণীনগরে শান্তি শৃঙ্খলা বজায়, সামাজিক অবক্ষয় রোধ ও আধুনিক উপজেলা বিনির্মাণে ইমাম মুয়াজ্জিন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার সকালে উপজেলা জাতীয় ইমাম মুয়াজ্জিন সমিতির উদ্যোগে রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা ইমাম মুয়াজ্জিন সমিতির আহ্বায়ক কাজী মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলু। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন, নওগাঁ জেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি রাশেদ ইলিয়াস।

আরও বক্তব্য রাখেন, নওগাঁ জেলা হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক হেলাল হাসোরি, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আনজির হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আল ফারুক জেমস, রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম, রাণীনগর শের-এ বাংলা সরকারি মহাবিদ্যালয়ের প্রভাষক দেওয়ান মতিউর রহমান স্বপন , শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ।

বক্তারা শান্তি শৃঙ্খলা বজায়, সামাজিক অবক্ষয় রোধ ও আধুনিক উপজেলা বিনির্মাণে সবাই একসাথে কাজ করার আহবান জানান। এ সময় বক্তরা বৈষম্যহীন ও শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা গড়ে তোলার উপড় গুরুত্বারোপ করে বলেন- সমাজে সববাসকারী সকল মানুষের অধিকার সমান। এই অধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবানও জানান তারা।

সমাবেশে উপজেলার প্রতিটি ইউনিয়নের ইমাম মুয়াজ্জিন সমিতির সভাপতি-সম্পাদকরা ও বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিনগণ উপস্থিত ছিলেন।

বর্তমান বাংলাদেশ

Link copied!