ঢাকা শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫

বিদ্যালয়ের জমি রক্ষায় মানববন্ধন মাধবদীবাসী

আল আমিন মুন্সী, নরসিংদী

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ০৩:৫৬ পিএম

বিদ্যালয়ের জমি রক্ষায় মানববন্ধন মাধবদীবাসী

ছবি: বর্তমান বাংলাদেশ।

নরসিংদী জেলাধীন মহিষাশুড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড কোতালিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি ভূমি খেকো শুক্কুর আলীর হাত থেকে রক্ষার জন্য গতকাল মঙ্গলবার সকালে কোতালিরচরের বিলপাড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

মানববন্ধনে অত্র এলাকার নারী, পুরুষ ও শিশু সহ সহস্রাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন। মানববন্ধন থেকে বক্তারা বলেন, ১৯৯৩ সালে ৩৩ শতাংশ জমি কোতালিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে ওয়াকফা করে দেওয়া হয়। অথচ শুক্কুর আলী নিজ স্বার্থ হাসিলের জন্য ওয়ারিশদের কাছ থেকে নিজ নামে লিখিয়ে স্কুলের জমিতে বিগত সরকারের প্রভাব খাটিয়ে জমিটি জবর দখল করে মালিকানা দাবী করছে। এলাকাবাসীর দাবী ভূমি খেকো শুক্কুর আলীর দখল থেকে সরকারি স্কুলের জন্য নির্ধারিত জমিতে স্কুল প্রতিষ্ঠা করা হউক। আশপাশের ৫গ্রামে কোন সরকারী স্কুল নেই। এমতাবস্থায় ভূমি খেকো শুক্কুর আলীর কাছ থেকে জমিটি উদ্ধার করে সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণের ব্যবস্থা করে দিতে স্থানীয় প্রশাসন সহ উর্ধতন কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করছে।

বর্তমান বাংলাদেশ

Link copied!