ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

রাণীনগরে ঈদ উপহার হিসেবে ভিজিএফের চাল বিতরণ

রাণীনগর প্রতিনিধি (নওগাঁ)

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৫, ১১:৪৩ এএম

রাণীনগরে ঈদ উপহার হিসেবে ভিজিএফের চাল বিতরণ

 পবিত্র ঈদ-উল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে নওগাঁর রাণীনগরে অতিদরিদ্র, অসহায় ও দু:স্থ মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বিনামূল্যে খাদ্যসহায়তা বিতরণের অংশ হিসেবে উপজেলায় এ কর্মসূচি বাস্তবায়ন করছে।

রোববার উপজেলার পারইল ও একডালা ইউনিয়নের সুবিধাভোগী পরিবারের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. জাফরুল ইসলাম, পারইল ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদ, একডালা ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী প্রমুখ। এছাড়া এদিন কাশিমপুর ইউনিয়নে সুবিধাভোগীদের মাঝেও ভিজিএফের চাল বিতরণ করা হয়। এর আগে বৃহস্পতিবার সদর ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

জানা গেছে, উপজেলায় ১৪ হাজার ৮৫৬টি পরিবার ঈদ উপহার হিসেবে ১০ কেজি করে ভিজিএফের চাল পাচ্ছে। উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়নে এই চাল বিতরণ করা হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী বাকি ৪টি ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ হবে।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান বলেন, ঈদের আনন্দ প্রতিটি অতিদরিদ্র, অসহায় ও দু:স্থ মানুষের কাছে পৌঁছে দিতেই সরকারের পক্ষ থেকে এই উপহার প্রদান করা হচ্ছে। চাল বিতরণের কার্যক্রম সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি ইউনিয়নের কার্যক্রম দেখভাল করার জন্য একজন করে কর্মকর্তাকে ট্যাগ কর্মকর্তার দায়িত্ব প্রদান করা হয়েছে।

বর্তমান বাংলাদেশ

Link copied!