ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

বিজয়নগর উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে হৃদয়-রাব্বী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৪, ০৮:৫৩ পিএম

বিজয়নগর উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে হৃদয়-রাব্বী

ছবি-বর্তমান বাংলাদেশ।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা শাখা ছাত্রলীগের ১৫ সদস্যদের আংশিক কমিটি ঘোষণা করেছে জেলা ছাত্রলীগ৷ শনিবার বিকেলে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেন।

 

কমিটিতে সভাপতি হিসেবে হৃদয় আহমেদ, সহ-সভাপতি পদে সাদ্দাম হোসেন, শেখ এমরানুল ইসলাম, সুহেল রানা, জাকারিয়া ভূইয়া, আব্দুল্লাহ ও শিপন ভূইয়া৷  সাধারণ সম্পাদক হিসেবে গোলাম রাব্বানী (রাব্বী), যুগ্ম-সাধারণ সম্পাদক পদে হাবিব শাহিন, এইচ এম সুমন, আশরাফ চৌধুরী চাঁদ ও শাখাওয়াত হোসেন হৃদয়৷ সাংগঠনিক সম্পাদক পদে আসাদ ভুইয়া, গোলাম আবু নিশাদ ও সজীব ভূইয়া কে রাখা হয়েছে।

 

নতুন কমিটি সভাপতি হৃদয় আহমেদ বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে বিজয়নগর উপজেলা ছাত্রলীগ ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে৷ স্মার্ট বিজয়গনর গঠনে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করবে৷

বর্তমান বাংলাদেশ

Link copied!