ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

ঝালকাঠিতে উপজেলা নির্বাচন বর্জনের ডাক দিয়ে বিএনপির লিফলেট বিতরণ

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: মে ৪, ২০২৪, ০৮:২২ পিএম

ঝালকাঠিতে উপজেলা নির্বাচন বর্জনের ডাক দিয়ে বিএনপির লিফলেট বিতরণ

ছবি-বর্তমান বাংলাদেশ।

উপজেলা নির্বাচন বর্জনের ডাক দিয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠিতে লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি। শনিবার (৪ মে) বিকাল সাড়ে ৪টার দিকে ঝালকাঠি শহরের আমলতা সড়কের দলীয় কার্যালয় থেকে লিফলেট বিতরণ শুরু করে। বিভিন্ন সড়কে ঘুরে ঘুরে সাধারণ মানুষের হাতে লিপলেট তুলে দেন নেতা-কর্মীরা। 


কর্মসূচিতে জেলা বিএনপির সদস্য সচিব শাহাদাৎ হোসেন, শহর বিএনপির সভাপতি নাসিমুল হাসান, সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু, সদর থানা বিএনপির সভাপতি অধ্যাপক এজাজ হাসান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মুভিন, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক সাফায়েত সরদার, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সাকিনা আক্তার লিজাসহ দলীয় নেতা-কর্মীরা অংশ নেয়। 

এ সময় আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত হতে যাওয়া প্রতারণামূলক ডামি উপজেলা ও সকল স্থানীয় সরকার নির্বাচন বর্জন করা আহ্বান জানান জেলা বিএনপির সদস্য সচিব শাহাদাৎ হোসেন। 

 

বর্তমান বাংলাদেশ

Link copied!