ঢাকা বুধবার, ০১ জানুয়ারি, ২০২৫

গাজীপুরে গাছ কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত-১

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৪, ০৭:১০ পিএম

গাজীপুরে গাছ কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত-১

ছবি-বর্তমান বাংলাদেশ।

গাজীপুরের কাপাসিয়ায় জমির সীমানায় থাকা গাছ কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষের হামলায় আবু তাহের (৫৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার সকালে উপজেলার টোক ইউনিয়নের টোকনগর গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জমি নিয়ে ছোট ভাই কাশেমের সঙ্গে আবু তাহেরের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ২০২৩ সালের ১ জানুয়ারি এ বিষয়ে কাপাসিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন আবু তাহের। সেই জমির সীমানায় থাকা একটি গাছ কাটছিলেন ছোট ভাই আবুল কাশেম। তাতে বাধা দেন আবু তাহের। তা নিয়ে দুই পরিবারে সংঘর্ষ বাধে। একপর্যায়ে আবু তাহের মাটিতে পড়ে যায়। তাঁকে উদ্ধার করে প্রথমে আমরাইদ একটি ক্লিনিকে পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

বর্তমান বাংলাদেশ

Link copied!