ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
উপজেলা নির্বাচন

প্রচারণার অভিযোগে ইউনিয়ন সভাপতিকে অব্যাহতি

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: মে ৬, ২০২৪, ০৩:৪৯ পিএম

প্রচারণার অভিযোগে ইউনিয়ন সভাপতিকে অব্যাহতি

ছবি: সংগৃহীত।

ঝালকাঠির কাঁঠালিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান বাদলকে অব্যাহতি দেওয়ার কথা জানিয়েছে উপজেলা বিএনপি।  


গত রোববার (০৫ মে) উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন ও সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন নিজাম মীরবহরের স্বাক্ষরিত এক পত্রে তাকে এ অব্যাহতি প্রদান করা হয়। 


আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীর পক্ষে প্রচার/প্রচারণা ও কর্মী সমর্থকের সমাবেশে বক্তব্য প্রদান করায় তাকে অব্যাহতি দেওয়া হয়। অব্যাহতির পর সোমবার (০৬ মে) অপর এক চিঠিতে ৪নম্বর কাঁঠালিয়া সদর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. নুরুল আমিনকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়। 


দলের একটি নির্ভরযোগ্য সূত্রে জানাযায়, আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন বিএনপি বর্জন করেছে। কিন্তু দলীয় সিদ্বান্ত উপেক্ষা করে নির্বাচনে প্রার্থীর পক্ষে প্রচার/প্রচারণা ও কর্মী সমর্থকের সমাবেশে বক্তব্য প্রদান করায় ৪নম্বর কাঁঠালিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান বাদলকে তার পদসহ দলীয় সকল পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়। 


উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বিএনপি বর্জন করেছেন। কিন্তু দলীয় সিদ্বান্ত উপেক্ষা করায় সদর ইউনিয়নের সভাপতি মো. নুরুজ্জামান বাদলকে অব্যাহতি প্রদান করা হয়েছে। সেই সাথে ৪নম্বর কাঁঠালিয়া সদর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. নুরুল আমিনকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে।

বর্তমান বাংলাদেশ

Link copied!