ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

রাণীনগরে প্রার্থিতা প্রত্যাহার করলেন একজন

রাণীনগর প্রতিনিধি (নওগাঁ)

প্রকাশিত: মে ১২, ২০২৪, ১১:৩২ পিএম

রাণীনগরে প্রার্থিতা প্রত্যাহার করলেন একজন

ছবি-বর্তমান বাংলাদেশ।

আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে নওগাঁর রাণীনগরে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থক এসএম আহসান হাবীব মিলন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। রবিবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন তিনি প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাণীনগর উপজেলা রিটানিং কর্মকর্তা এএইচ ইরফান উদ্দিন আহমেদ।

তিনি জানান, তিনটি পদের মধ্যে রাণীনগরে চেয়ারম্যান পদে ১০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী। রবিবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে শুধুমাত্র চেয়ারম্যান পদে একজন প্রার্থী এসএম আহসান হাবীব মিলন তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। রিটানিং কর্মকর্তা আরও জানান, ১৩ মে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ।

 

বর্তমান বাংলাদেশ

Link copied!