ময়মনসিংহের গফরগাঁওয়ে বৈশাখের খরতাপে পুড়ছে চারপাশ। তাপদাহে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। ঘরেও স্বস্তি নেই। কংক্রিটের ছাদ হোক বা টিনের চালা; ওপর থেকে যেন প্রচন্ড গরম নামছে। তীর্যক সূর্যের দহনে দিনমান অতিবাহিত হচ্ছে। বেড়েই চলেছে জনজীবনে অস্থিরতা। এ অবস্থায় চলছে এসএসসি পরীক্ষা।
এমন অসহনীয় গরমে চরআলগী ইউনয়িন ছাত্রদল নেতা জাকির হোসন তার টিম নিয়ে নেিয় খায়রুল্লাহ সরকারি বালকিা উচ্চ বদ্যিালয়, ইসলাময়িা সরকারি হাই স্কুল ও মহলিা কলজে কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিতে আসা পরীর্ক্ষাথী ও তাদের সঙ্গে আসা অভিভাবকদের স্বস্তি দিতে তাদের মাঝে ১৪,শ বিশিুদ্ধ পানরি বোতল ও খাবার স্যালাইন বতিরণ করনে।
ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ডা. মোফাখখারুল ইসলাম রানা ও ছাত্রদল কেন্দ্রীয় কমটিরি সভাপতি এবং সাধারণ সম্পাদকরে নির্দেশনা মোতাবকে বুধবার সকালে ও দুপুরে ছাত্রনেতারা পরীক্ষা কেন্দ্রে পরীর্ক্ষাথী ও অভভিাবকদরে মাঝে পানরি বোতল ও খাবার স্যালাইন বতিরণ করনে।
আপনার মতামত লিখুন :