শীতের তীব্রতায় যখন দুস্থ, অসহায়, ছিন্নমূল ও দরিদ্র মানুষের জীবনে নেমে এসেছে দুর্ভোগ, দিনভর হালকা কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাসে বাড়ায় শীতের তীব্রতা। সেই সময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন লালমনিরহাটে জেলার কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা উপজেলার প্রায় ৫ হাজার ৭০০ জন দুস্থ, অসহায় ও হতদরিদ্র শীত নিবারণের জন্য দিলেন শীতবস্ত্র (কম্বল)।
স্থানীয় জনসাধারণের সঙ্গে কথা বলে জানা যায়, শীতার্ত মানুষের দুর্দশা লাঘবে রাতের অন্ধকারে নিজেই ছুটে যান মানবিক ইউএনও তাদের পাশে। উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলে ঘুরে ঘুরে অসহায় মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন তিনি। কখনো বা হাজির হচ্ছেন কোন ইউনিয়ন পরিষদে সেখানে দুস্থ ও অসহায়দের মাঝে বিতরণ করছেন কম্বল। আবার উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে নিজ হাতে বিভিন্ন এতিম খানা, লিল্লাহ বোডিং, হাফিজিয়া মাদ্রাসায় বিতরণ করছেন কম্বল।
প্রায় সপ্তাহ ধরে এভাবে ছিন্নমূল, অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা কনকনে শীতের রাতে হঠাৎ যখন ইউএনও হাতে শীতবস্ত্র তা দেখে ছিন্নমূল দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীরা আবেগে আপ্লুত হয়ে পড়েন।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা বলেন, শীতে ছিন্নমূল ও দরিদ্র মানুষদের অনেক কষ্ট হয়। তাদের অনেকের শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই। অনেকে খোলা আকাশের নিচে রাত কাটায়। তাদের শীত নিবারণের কোনো ভালো ব্যবস্থা থাকে না। এজন্য উপজেলায় এবার ৫ হাজার ৭০০ জন অসহায়, দুস্থ ও দরিদ্রদের তালিকা করা কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবৃন্দ সহায়তা করেছেন।
আপনার মতামত লিখুন :