নওগাঁর রাণীনগরে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা ছাত্রদল বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করেন।
সকাল সাড়ে ১০টায় উপজেলা সদরের রেলগেট এলাকা থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর রাণীনগর রেজিষ্ট্রী অফিস সংলগ্ন মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে কেক কাটা হয়।
রাণীনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুলের সভাপতিত্বে ও সদস্য সচিব নওশাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আল ফারুক জেমস, জেলা ছাত্রদলের সহ-সভাপতি রাসেল খাঁন।
এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজ্জাকির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন টনি, উপজেলা কৃষকদলের সভাপতি মতিন খাঁন, উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি শামীম হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বী, শাকিল হোসেন, আরমান হোসেন, রাণীনগর শের-এ বাংলা কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক হুমায়ন কবিরসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আপনার মতামত লিখুন :