নীলফামারীর ডোমারে কর্মী সমাবেশ ও শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল বোড়াগাড়ি ইউনিয়ন শাখা। এ সময় ২৫০ জন শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।
বুধবার (০১ জানুয়ারি) বিকেল ৪ টায় বোড়াগাড়ি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত কর্মসূচী পালন করা হয়েছে। বোড়াগাড়ি ইউনিয়ন তাঁতীদলের সভাপতি গোলাপ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী জেলা তাঁতীদলের সভাপতি শাহাজাদা মুক্তি।
এ সময় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান বক্তা নীলফামারী জেলা তাঁতীদলের সিনিয়র সহ সভাপতি ও ডোমার উপজেলা সভাপতি সৈয়দ নুরনবী হোসেন নয়ন, জেলার সাধারণ সম্পাদক হোসেন আলী, বোড়াগাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওমর ফারুক, ডোমার উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি প্রমুখ।
কর্মসূচীতে বোড়াগাড়ি ইউনিয়নের তাঁতীদল সহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :