নীলফামারীতে জামায়াতে ইসলামীর অগ্রসর কর্মীদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। এই শিক্ষা শিবিরে অংশগ্রহণ করেন নীলফামারীর বিভিন্ন উপজেলার কর্মীরা।
সোমবার (২০ জানুয়ারি) নীলফামারী জেলা জামায়াতের কার্যালয় আল হেলাল একাডেমী মিলনায়তনে কর্মসূচির আয়োজন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখা।
বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এর সভাপতিত্বে ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতের ইসলামী রংপুর দিনাজপুর অঞ্চলের টিম সদস্য মাওলানা আব্দুল হাকিম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জামায়াতে ইসলামীর কর্মীদের আত্মগঠন ও মান উন্নয়ন করতে হবে। দায়িত্বশীলদের ত্যাগ ও কুরবানী নজরানা পেশ করতে হবে। সমাজে সৎ ও যোগ্য মানুষ হয়ে মানুষের কল্যাণে কাজ করাতে হবে বলে তিনি জানান।
এ সময় জামায়াতে ইসলামীর নীলফামারী জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :