নওগাঁর আত্রাইয়ে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
রোববার ২৩ ফেব্রুয়ারি সকালে মসজিদ প্রাঙ্গনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এর উদ্বোধন করেন অন্তবর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন।
অনুষ্ঠানে নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল এর সভাপতিত্বে অন্যদের মধ্যে ধর্মবিষয়ক মন্ত্রনালয়ের যুগ্মসচিব(উন্নয়ন)সাজ্জাদুল হাসান, গণপুর্ত বিভাগ নওগাঁর নির্বাহী প্রকৌশলী আল মামুন হক, ইসলামিক ফাউন্ডেশন নওগাঁর উপপরিচালক মারুফ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান পিপিএম, উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন, অফিসার ইনচার্জ (ওসি) সাহাবুদ্দিন প্রমুখ বক্তব্য দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য প্রায় পাঁচশত লোক অংশ নেন।
আপনার মতামত লিখুন :