ঢাকা সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫

নিখোঁজের ৩দিন পর যুবকের গলাকাটা লাশ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ১১:১৪ পিএম

নিখোঁজের ৩দিন পর যুবকের গলাকাটা লাশ উদ্ধার

ছবি-বর্তমান বাংলাদেশ।

 বাড়ি থেকে তিন দিন নিখোঁজ থাকার পর কুলাউড়ায় একটি চা বাগান থেকে কানাই প্রাচী (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। 

 

শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের হলীছড়া চা বাগানের গহীন জঙ্গলের ভেতর থেকে তার লাশ উদ্ধার করে কুলাউড়া থানা পুলিশ।


নিহত কানাই হিংগাজিয়া চা বাগানের বাসিন্দা ন্যারায়ন প্রাচীর ছেলে। লাশ উদ্ধারের সময় তার গলা কাটা ও শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।


নিহতের স্ত্রী শিলা প্রাচী জানান, সে দিন মজুর কাজের পাশাপাশি রাতে ব্রাহ্মণবাজারে নাইট গার্ড হিসেবে কাজ করতো। নিখোঁজের আগের দিন থেকে পাশ্ববর্তী বাড়ীর বিকাশ গোযালা ও শিবু গড় সহ কয়েকজন যুবক বার বার বাড়িতে এসে কানাই এর খুঁজ করছিলো। গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে কাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। 


এঘটনায় পুলিশ সন্দেহভাজন হিসেবে স্থানীয় বিকাশ গোয়ালা, শিবু গড় ও সৌরভ গড় নামে তিনজন কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।


এব্যাপারে কুলাউড়া থানার (ওসি তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন হিসেবে স্থানীয় তিনজনকে আটক করা হয়েছে।

বর্তমান বাংলাদেশ

Link copied!