ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫

বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ, ১৫ কারখানা ছুটি ঘোষণা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৫, ০৬:০২ পিএম

বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ, ১৫ কারখানা ছুটি ঘোষণা

ছবি-বর্তমান বাংলাদেশ।

গাজীপুরের কাশিমপুর জিরানী এলাকায় বাৎসরিক বেতন বৃদ্ধির দাবিতে আইরিশ ফ্যাশন লিমিটেডের শ্রমিকেরা সকাল থেকে বিক্ষোভ শুরু করেন। তাদের বিক্ষোভের কারণে আশপাশের ১৫ টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আন্দোলনকারী শ্রমিকেরা জানায়, আগে যাঁরা চাকরি নিয়েছেন, তারাও শ্রমিক, আমরা নতুন যাদের ৭-৮ মাস হয়ে গেছে, আমরাও তো শ্রমিক। অন্যদের বেতন বৃদ্ধি করতে হলে আমাদেরও বেতন বৃদ্ধি করতে হবে।

গাজীপুর শিল্প পুলিশের সহকারি পুলিশ সুপার আবু তালেব জানান, কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।তিনি বলেন, আইরিশ ফ্যাশন লিমিটেডের শ্রমিকদের সাথে মালিক পক্ষের এখনো কোনো সমস্যা সমাধান হয়নি। সমাধানের চেষ্টা করছে মালিক পক্ষ। 

আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকদের দাবি, কারখানায় পুরাতনদের বেতন বৃদ্ধি করা হলে নতুন যোগাদান কৃতদের বেতন বাড়াতে হবে। এ দাবিতে আজ সকাল থেকে বিক্ষোভ শুরু করেন তাঁরা। পরে তাঁরা আশপাশের ১৫ কারখানার সামনে বিক্ষোভ শুরু করে। ওইসব কারখানার কর্তৃপক্ষ তাদের কারখানা ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে। এ বিষয়ে কথা বলতে আইরিশ ফ্যাশন লিমিটেডের  কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করে বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, আশপাশের ছুটি ঘোষিত পনেরো কারখানার নাম জানাতে পারেনি শিল্প পুলিশ।

বর্তমান বাংলাদেশ

Link copied!