ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫

জামায়াতের জেলা আমীরের শপথ নিলেন অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৪, ০৮:৩৪ পিএম

জামায়াতের জেলা আমীরের শপথ নিলেন অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার

ছবি-বর্তমান বাংলাদেশ।

নীলফামারীতে জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিয়েছেন নবনির্বাচিত জেলা আমীর ডিমলা কামিল মাদ্রসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। 

 

মঙ্গলবার  (৫ নভেম্বর) সকালে জামায়াতে ইসলামীর নীলফামারী জেলা কার্যালয়ে মজলিসে শুরার অধিবেশনে শপথ নেন তিনি। মজলিশে শুরার অধিবেশনে  নবনির্বাচিত জেলা আমীরের শপথ বাক্য পাঠ করান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।


নবনির্বাচিত জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এর সভাপতিত্বে মজলিসে শুরার অধিবেশনে প্রধান অতিথি হিসেবে ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম। এ সময় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা জামায়াতের সাবেক আমীর মুহাম্মদ আব্দুর রশীদ প্রমুখ।


প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম বলেন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় শপথের কর্মী হিসেবে প্রত্যেক রুকন ভাই-বোনদেরকে শপথের দাবী পূরনে সেবকের ভুমিকায় এগিয়ে আসতে হবে। সমাজে ইনসাফ এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আল কোরাআনের আইন প্রতিষ্ঠা করতে আনুগত্য আর শৃংখলা মেনে চলতে হবে।


মাওলানা হালিম আরো বলেন, আমরা মালিক বা নেতা নই, আমরা সেবক। তাই সকল প্রতিকুল পরিবেশ পরিস্থিতি ডিঙিয়ে ইসলামী আন্দোলনের কাজে আঞ্জাম দিতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ময়দানের দাবী পুরন ও আল্লাহর সন্তুুষ্টির জন্য  রুকন ভাই-বোনদের দায়িত্ব পালনে এগিয়ে আসার আহ্বান মাওলানা আব্দুল হালিমের।


এ সময় তিনি আগামী ৮ নভেম্বর নীলফামারীতে কর্মী সম্মেলন বাস্তবায়নের বিভিন্ন  নির্দেশনা  প্রদান করেন। এরপর   জেলা  ইউনিট সদস্য গনের কাছ থেকে জেলা মজলিশে শুরার সদস্য নির্বাচনের ভোট গ্রহণ করা হয়।  


উল্লেখ্য, গত ১৪ অক্টোবর নীলফামারী জেলা জামায়াতের কার্যালয়ে রুকন সম্মেলনে ২০২৫-২০২৬ ইং সেশনের জন্য জেলা আমীর নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন ৮৫৩ জন রুকন। এর আগে নীলফামারী জেলা জামায়াতের আমীরের দ্বায়ীত্ব পালন করেন আমীর মুহাম্মদ আব্দুর রশীদ। বর্তমানে তিনি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য এবং রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য হিসেবে রয়েছেন। গত ২৪ অক্টোবর জামায়াতে ইসলামী কেন্দ্রীয় প্রেস ব্রিফিং এর মাধ্যমে সারাদেশের জেলা আমীরদের তথ্য প্রকাশ করা হয়।

বর্তমান বাংলাদেশ

Link copied!